আজো গভীর রজনীতে
তোমার পায়ে নিক্কনের রিনিঝিনি
বাজে মম হৃদয় তন্ত্রীতে
ধ্বনিত প্রতিধ্বনি।
যে স্বপন বিহারী সময় গেছে
ঐ দুর পরবাসে,
তাহারেই খুজি আপন হৃদয়ে
নির্মম নিঃশ্বাসে।
যে জন দিয়েছে নিঃশ্বাস ভরি
করুন দীর্ঘশ্বাস,
এলোকেশে তার জড়ায়ে আছে
আধারের নাগপাশ।
এ সময় মাঝে তাহারো গীতি
শুনি তাই বারে বারে ,
ওগো দুর পরবাসী কে তুমি
ডাকিছ করুন সুরে।


তোমার শাড়ির আচল খানি যবে
আমার নয়ন তলে,
ঢেউ তোলে একা আন মনে বসি
বেদনা জ্বলজ্বলে।
তবুতো মেটেনা সে পিয়াসা আজি
হারানো সময় লাগি,
বাতায়ন পাশে  একা আনমনে
রহি বসি একা জাগি।
যে সময় গেছে  ঐ সুদুরে কেন
তারি লাগি আজি ,
মুহুর্মুহু বেদনায় মুষঢ়েছে হিয়া
আধার উঠিছে সাজি।
জানিনা এখন কেমন কাটে
তোমার এই সময়,
কেমনে কর পার সুখ না দুখে
নাকি নিরালায়।
দখিনা পবন ভরে দুনয়ন
মেলে দেয় দুরে পাখা,
নিরব বেদনায় কেপে ওঠে শুধু
আধারের মরীচিকা।
সুখ পাখি নাহি দিল ধরা
আমার জীবন সাথে,
একা একা তাই ভরে আখিলোর
আমার নয়ন পাতে।
তপ্ত মরুর লু হাওয়া বয়
আমার গহীন হতে,
নিশীথ রাতে বাজে বাশরী
ঘুম নাই আখি পাতে।


হে হারানো দিন,
ঐ দুর নীলাকাশ মাঝে রহ তুমি অমলিন।


কোথা গেল মোর স্বপ্ন সারথী
পাই না তারে খুজে?
আর জ্বলেনা আধারের বাতি
একা একা পিলসুজে।
ক্লান্ত নয়নে খুজে ফিরি তারে
আধার রাতের শেষে,
খুজি তারে হায়্ এই নিরালায়
বেদনার এলোকেশে।


তবু না ফুরায় এ বেদন যবে
না পারি ভুলেতে তারে,
যে সময় গেছে চলে দুর
হতে বহুদুরে।
সোনার শিকলে না দিল ধরা
সুখ নামের সেই পাখি,
না পারিলেম পরাতে তারে
আমারো পরান রাখি।
মাধবীর বনে লেগেছে আবার
নতুন রাগে দোলা,
বিমুর্ত বেদনায় আধারের সাথে
করছে কেমন খেলা।
তবুও সেই হারানো সময়
বারে বারে হিয়াকোনে,
নিভৃতে বসি একা জাগা শশী

বুঝিনা তার মানে।
জানিনা কভূ হবে নাক ভোর
এ কঠিন রজনীর,
বাজবে না আর সেই অনুরন
হৃদয় তন্ত্রীর।
সুপ্ত আকাশ গাবে নাক গান
না হবে ঘরছাড়া ,
ডাকিবে না আর বসন্ত বাতাসে
এমনি মনিহারা।
না পারি হেরিতে সমুখে না ফেলি
তারে দুরে,
আধার রাতে নিশাচর পাখি
ডাকে করুন সুরে।
উদাস বসনে গেয়ো পথিক আজ
গেয়ে যায় এক গীতি,
না ফুরায় আজ সব লেনদেন
আধার রাতের সাথী।
ক্লান্ত নিশীর চারপাশে বসি ডাকে
আধোরের পাখি,
কি যেন হায়ি বলিতে চাহে পরায়ে
কৃষ্ণ রাখি।
যে পথ গেছে ঐ সুদুরে তাহারো
পরান মাঝে
অন্তর মাঝে ভরে দীর্ঘশ্বাস  কি
ব্যাথা আজ বাজে।
সব সুর যখন একা বসি কাদে
ঐ অন্তরীক্ষ মাঝে ,
তারি সাথে হায় সেই নিরালায়
শত ব্যাথা আজি বাজে।
নিশুতি রাতে একেলা আকাশ
কাদে তারি বেদনায়,
কে যেন কোথায় বলিছে নিতুই
নাই নাই কিছু নাই।
যে পথে গেছে অশান্ত বসন্ত
তারি সুরে সুরে পাপিয়া
কেদে কেদে হায়্ নিঝঝুমের পানে
কে যায় ডাকিয়া।
তবু না ফুরায় সে তিয়াষা
আর হারানো দিনের লাগি,
শুধু বেদনায় কে যেন চায়
সে যে হায় বিবাগী।
তবু আজি অনন্ত বেদনায়
মুষঢ়ে যখন হৃদয়,
বারে বারে বুঝি এ ধরা হায়
কিছু নয় কিছু নয়।