আমারো পরানে বাধিয়া গীতি
রহ কেন আজি দুরে,
খুজি ফিরি তারে যে পথ গেছে
তোমার পথের ধারে।
যে বাশঁরী বাজায়ে ডাকিতে মোরে -
কোথা সে মোহন বাঁশি?
কোথা গেল সেই শেষ রাতে ওঠা,
চৈতি নিশীর শশী?
কোথা গেল  সেই আষাঢ় শ্রাবন
অকুল নদীর কুলে ,
বসেছিলেম সেথা আনমনে সেদিন
আপন মনের ভুলে ।
চলে গেছে দুরে বসন্ত বাতাস
বহিত নিরবধি,
মালতীর বনে লাগিত দোলা
কুলভাঙা কোন নদী।
হেমন্তের ধানে লাগেনা দোলা
সবুজের বুকটি ঘিরে ,
নিশীথ রাতে ওঠেনা শশী
বাতাস বহেনা ধীরে।
তপ্ত আকাশে ওঠেনা সেই আর
কালবোশেখীর ঝড়.
আজি অকুল পাথারে বারে বারে -
ঘর করে নড়বড়।


তৃষিত হিয়া খোজে বারে বারে
তোমার সেই মায়ামুখ,
যেথা বসি রহিত অনন্ত সাগরে
স্নিগ্ধ এক সুখ।  
চলে গেছ দুরে কোন সুদুরে
নাহি পাব আর দেখা,
ভাগ্যাকাশে আজিকে মোর
কোনসে মলিন লেখা।