কোথায় তোমার অশান্ত হিয়া
যেথায় আমার বাস
যেথায় মুক্ত নীল সাগরে
আমার স্বর্গবাস।
চলে গেছ দুরে পাইনি আমি
তোমার পথের শেষ,
ভুলে গেছি আমি আমার হিয়ার
সকল সুখের পরশ
হৃদয় জুড়িয়া গড়ে বেদনা
তাহার আপন সরস।
বসুধা জুড়িয়া ফিরিলাম খুজি
না পাইলাম তারো ছায়া,
অসীম আধারের প্লাবনে ভরে
রিক্ত প্রানের ছায়া।
যে সুধা তুমি ছড়ায়েছিলে
পাইনা তারে খুজি,
আমি ব্যাথিত চিত্তে একই বৃত্তে
তোমাতেই বারে খুজি।
আবারো এসছে হেমন্তের ধানে
নতুন ফুলের রেনু,
উদাস মাঠে বাজে আবার ক্লান্ত
দিনের বেনু।
যে পরশে ভরে আমার আখি ধার
ভোরের শিশির কনা
আমি তোমাতেই স্মরি বারে বারে
না পাই নিজে ক্ষমা।