ওগো মোর প্রিয় স্বদেশ ভুমি
তোমার জুড়ি নাই,
মায়ের মত স্নেহ দিয়ে
বুকেতে দিয়েছ ঠাই।
লাখো শহীদের পবিত্র রক্তে
পুন্য জন্ম ভুমি,
আলো দিয়ে বাতাস দিয়ে
জুড়ায়েছ মোরে তুমি।
তোমার মুক্ত অনিলে মোর
শৈশব কৈশোর বেলা ,
কেটেছিল আনমনে রৌদ্র বেলায়
মেতেছিলেম শত খেলা।
জৈষ্ঠ্যের খরতাপে যখন
শুকাইত তনুমন,
বরষায় ভিজাইতে আপনার হাতে
কতই না আপনজন?
তোমার মুক্ত আকাশে যখন
দেখি নীলের মেলা,
সিক্ত হয় আপন হিয়া
পুন্য সারাবেলা।
মাগো তোমার পুন্য মাটিতে
গড়িলে মোর দেহ,
এই দেশের এই কাদাজলে মাগো
হয় যেন শেষ গেহ।