আসিও তুমি আমার বন্ধু
কপোতাক্ষীর এই তীরে ,
যেথায় ওঠে ভোরের সুরুজ
শান্ত অতি ধীরে।
যেথায় ফোটে কাশের রাশি
মুগ্ধ আপন মনে ,
ক্লান্ত মাঝি দাড় টানে সেথা
জীবনের প্রতি ক্ষণে।
সুরভি বিলায় রাতের কেয়া
ভোরের আলো মাঝে,
ফেরে সেথায় কুল বধুরা সব
সহসা ঘরের কাজে।
নিশী রাতে ওঠে শশী পুব
আকাশের কোনে ,
শ্রাবনের ধারা বান ডাকে বারে
কোন সে সোতের টানে।
পল্লবে পল্লবে বাজায় বাশি
মুগ্ধ করি হিয়া,
তারি স্রোতের ঘোলা জলে যেন
কে যায় ডাকিয়া।
নীল নীল আকাশ ডাকে  মোরে
কপোতাক্ষের জল হেরি
আসিও বন্ধু আমার সোনাগায়ে
না করি একটু দেরি।