আজি কার্তিকের ধানে লেগেছে
দোলা  দেখবি কেরে আয়?
নতুন জোসনা পড়েছে ঝরে
দিগন্ত বন ছায়।
বাঁশরী বাজে গগনের তলে –
কোন সে সুরে কোন পবনে
কোথায় ঝরে মুক্তা শিশির
এমন ভালোবেসে ?
ওগো বাংলা মাগো  গান গেয়ে যাই
তোমায় ভাল বেসে।
কুল বধু যবে জল লয়ে যায়
নদীর কুল হতে,
দোয়েলের দলে শিষ দেয় কেবলি
উদার বন হতে।
পুষ্পিত কাননে ঝরে পড়ে ফুল
বাতাসে তারো সুবাস,
মুক্ত কেশের সাদা মেঘে তাই
তাহারো হাসির বাস।
হেমন্তের এই আলোক বেলায়
মন ছুয়ে যায় তারে
দিগন্ত হতে দিগন্ত ছোটে
নবান্নের সেই সুরে।