আজি বসিছে আমার কপোতাক্ষীর
তীরে সাদা কাশের মেলা,
ডাকিছি তোরে সাদার মেলায়
করবি কিরে খেলা।
ঝিলের জলে শাপলার খেলা
মাতাল বুনোহাস ,
সন্ধ্যা আবেশে রহিছি বসি
স্নিগ্ধ আশ্বিন মাস।
সাদা সাদা মেঘ রয়েছে বসি
গগন কোনে একা,
কোথা গেছে সুদুরে গুরু গুরু
দেয়া পাইনা তাহার দেখা।
শেফালীর মালা ঝরিছে দেখ
আমার আঙিনা তলে ,
নতুন ধান্যে হবে নবান্ন
আয়না তোরা চলে।
ঝিরি ঝিরি বয় উত্তরী বায়
না পারি রাখিতে ধরে ,
আনচান করে মোর হিয়া খানি
এই শরতের তরে।
দিগন্তের পরে দিগন্ত জুড়ে
সবুজ ধানের ক্ষেত্র,
জুড়ায় আমার ত্রিনয়ন খানি
জুড়ায় আপন নেত্র।
ভুই চাপার রঙ শুকায়ে গেছে
সন্ধ্যা মালতীর ফুলে ,
সন্ধ্যা রাগে আবিরের রঙ কেমনে
উঠিছে জ্বলে।
কুল বধুরা যবে জল লয়ে যায়
না পারি ধরিতে হিয়া,
একা একা তাই বাশবন মাঝে
পাখি যায় ডাকিয়া।
কপোতাক্ষীর তীরে বসেছে আজ
শরত ঋতুর মেলা,
হৃদয় আজিকে নীল গগন সনে
খেলিতে চায় খেলা।