কেন এত দ্বেষ হিংসা বিদ্বেষ
কেন এত রেষারেষি,
কেন এত দুঃখ হাসি কান্না
জীবনেতে মেশামেশি?
কোথা হতে আসে স্বর্গের প্রেম
কোথায় নরক দহন?
কোথায় আছে জীবনের সকল
বেদনার সাতকাহন?
কেন তবে বারে বারে আসে
জোয়ার পদ্মার কলতানে ?
দুঃখ স্রোত কেমনে টেনে নেয়
মৃত্যুর দহন দানে।
ফুলে ফুলে কেন এত মৌমাছি
কেন এত এত রেনু?
কেন উদাসে বাজে বাতাসে
রাখালের ক্লান্ত বেনু?
কেন এত ভালোবাসাবাসি
কেন তবে অমৃত সুধা  পান
কেন জীবন ভরিয়া গাহি
দুঃখ ভরা গান?
খুজেছি দোসর রচেছি বাসর
তার পর জীবন শেষ,
তবুও জীবনের বিমুগ্ধ দহনে
সব কিছু হয় শেষ।
কেন এত লোভ যেন সে দানব
হিংস্র নখর থাবা,
কেন তবে হায় সবই মুছে
যায় থামাবে তারে কেবা?
কেন তবে হায় মুছে যায়
সকল মানবতার জয় গান ,
প্রান সমুখে নহে অলখে
বাজায় মৃত্যুবাণ।


এক্ষনি চাই নীলিমার আকাশ
দ্বন্দহীন জীবন ,
মুক্ত পাখি উড়িবে
বাতাসে শান্ত এই পবন।