অনন্ত হে অসীম হে তোমাকেই
আমি চাই,
তোমা ছাড়া আর ত্রিভুবনে মোর
নাহি তো কোথাও ঠাই।
দিবসের প্রভু রাতের স্বামী
কর তুমি মোরে ক্ষমা,
করেছি ভুল জীবনের পাতে
একে একে ছিল যা জমা।
তোমারো আসন আকাশে বাতাসে
জলের স্রোতধারায়,
তোমার করুনা ঝরে অনন্ত
রাতের জোসনা তারায়।
করিলে সৃজন গ্রহ তারা আর
নক্ষত্র তারকা মেলা,
বুঝি নাই কিছু তাহারো আমি
কি যে তার খেলা।
ডাকি নাই কভূ আমি তোমাকে
আমার মনটি দিয়ে,
দিয়েছ সকল আয়োজন টুকু আপনার
হাতে বিলায়ে।
ক্ষমা কর হে ক্ষমা কর শুধু
তোমারো করুনা চাই,
তুমিই সকল আশার আলো
তুমি ছাড়া কেহ নাই।