মোর আখিতারা হয় দিশেহারা
না পারি ধরিতে হিয়া,
ঐ সুদুরের সিন্ধু পানে কে
যায় ডাকিয়া?
কোথা সে প্রিয় ?
না জানি নাম ,
বেদনার পরশে ভরে আখিধাম -
নির্ঘুম রজনী ভোর হয় শুধূ,
তাহারও পরশ মাগি,
আজো কাদি নিরজনে- বাতায়ন কোনে
তাহারো পথের লাগি।
কোথা তার বাশরী?
বাজে একা একা ,
খুজি বারে বারে  না পাই দেখা,
দীঘল রাতের শ্রান্ত মায়া,
সুপ্ত আকাশ ডাকে বারে বার,
তারে খুজে এ দুনয়ন ঝরে ঝরঝর।
কোথায় তাহার তৃষিত নয়ন ?
আমার না দেখি হইত শ্রাবন,
কালবোশেখীর ঝঞ্ঝা বহিত নিতুই
আমার বিহনে,
আমি খুজি তোমায় চারিধারে মোর-
সারাদিনমানে।
কেন ডাক মোরে ?
আজি বারে বারে
আড়ালে বসি একা –
কোথায় আমার বিনিদ্র রজনীর
সেই সে মলিন লেখা।
কোথা গেছে সেই বসন্ত বাতাস?
শুনি দুর বনে তাহারো নিশাস
জানি ফুরাবে তাহা একদিন,
দুরে যাবে ছেড়ে চলে,
কোথা আছ তুমি ?একবারযাও প্রিয় বলে।