তোমার বেসাতি বেড়াই বয়ে
নামটি আমার কুলি ,
পরান ভরিয়া পাই শুধু বেদনা
জীবনের চোরাবালি।
নেই কোন স্বপন শুধুই মরীচিকা
চারিপাশে শুধু আধার ,
ডাকে না কেহ একটু বেসে ভালো
নেই তো কোন বাধার।
সুখ নামের পাখিটা উড়ে গেছে কবে
ঐ দুর গহীন বনে,
রিক্ত আশা কাদে বারে বারে
আশাহত ক্ষণে ক্ষণে।
পায়না বাবা ক্ষুধার অন্ন
অসুখে ভোগে মায়,
সুখের আশা বাধে শুধু বাসা
ঐ দুর নীলিমায়।
ছেলেটি বলে ছিল -
একটি খেলনা কিনে দাও না তুমি পিতা,
বুঝি শুধু হায় দুঃখ
আমার চিরদিনের আপন মিতা।
ঘামের লোনাজলে ভেজে পথধুলি
তৃষ্ণায় শুকায় বুক,
আধার রাতে অপ্রাপ্তির বেদনায়
সিক্ত হয় চিবুক।
মেয়েটি চেয়েছিল তাতের শাড়ি
পরবে ঈদের দিন,
সে আশা যে হায় ব্যার্থ শুধু
দুঃখই অমলিণ।
এভাবে যাবে আর কতদিন
বুঝতে নাহি পারি ,
জীবনের বোঝা হচ্ছে শুধু
দিনে দিনে ভারি।
পিয়াসি পরানে মরু তৃষা আজো
কেমনে তাহা বলি ,
মায়ের দেওয়া নামটা মুছে নাম
নিয়েছি কুলি।