তোমার কপালের লালটিপ
মোর হাজার বছর চেনা,
অন্তর দিয়ে দেখেছি তারে
মন দিয়ে তারে কেনা।
য়খন আমার রাতের আকাশে
মিটি মিটি ভরা তারা,
মিলন বাসরে হাজারো মনের
সিক্ত বাধনহারা।
তখনি তোমার লালটিপ খানি
আমার নয়নে ভাসে,
নিটোল চোখের চাহনি তোমার
অন্তর তলে হাসে।
স্বপন সারথী তোমার চোখের
বাধভাঙা সেই চাওয়া ,
সেই আঁখিতে জীবনের সকল
সুখের রঙে নাওয়া।
অতৃপ্ত হিয়া যখন আবার
খোজে ললাট খানি,
তোমাতেই আমার সকল চাওয়া
তোমাতেই সুখের খনি।
ভোরের রবি তোমার টিপে
সন্ধ্যা রাগের আবির,
সেই আশাতে বিভোল রাগে
স্বপ্ন দেখি নিবিড়।
না যেন যায় সে ডুবে
তোমার ললাট হতে
দেখবে কেমনে স্বপ্ন তবে
আমার আঁখি পাত?