মুক্ত কর চিত্ত মোর শুদ্ধ
কর মন
করেছি যাহা আপন হস্তে
কর তাহা মার্জন।
রচেছি ভুলের বাসর আমিযে
সারাটি দিবানিশি,
আধার রাতে করেছি ভ্রান্তি
আধারেতে মিশামিশি।
যখন আমার ছয়টি রিপু
বারে বারে ডাকে কাছে,
কর শত ভুল করনা পুন্য
জীবন খানি মিছে ।
তাহাদের ডাকে সারাটি জীবন
করেছি ভুলে খেলা,
জীবন সায়াহ্নে ভাবি বসি আজ
এখনি ডুবিবে ভেলা।
ভাবিনি কখনো এমনো সময়
আসিবে আমার পাশে
দেখিব না আর আখি মেলি কুয়াশা
ভোরের দুর্বাঘাসে।
করেছি নিতুই লাভের আশা
অর্থ মোহে পড়ে,
নিজের জীবন বিকায়েছি আমি
পরের সম্পদ গড়ে।


কেন এ ভ্রান্তির জীবন
কেন এই মিছে মায়া
মুছে যাবে সবে একদিন এই
মাটি হবে কায়া।