কে গো তুমি বাজিছ নিশীথে
উদাস বাতাসে ভাসি?
কে দিল তোমায় কন্ঠ মাঝে
এমন সুরের ফাঁসি?
কোন সে দুখে বাজিছ তুমি
সারাটি নিশী জাগি
কোন সে কারনে ভাসে তব ডিঙা
উদাসী ব্যাথার লাগি?
কে দিল তোমার দুনয়ন ভরি
কান্না রুধির ধারা?
কাহারো লাগি হয়েছ তুমি
এমনো পাগল পারা?
তোমারো সুর ভাসে যখন
দখিনা সমীরন মাঝে,
মন তো আর বসে না মোর
সকল গৃহ কাজে।
কবে কোন কুক্ষনে তোমায়
কে দিয়েছে দহন?
যাহার যাতনায় কেদে কেদে
তোমার কাটিছে সারাটিক্ষণ।
যে সুরের পশরা সাজাও তুমি
তোমার কন্ঠ ছেদি
জানিনা তুমি, কত টুকু ব্যাথা
পরানে রাখিছ বাধি?
সপ্ত সুরে আর বাজিও না
সহিতে নাহি পারি
বক্ষ ছেদিয়া বাজাও যে সুর
এমনো মনিহারি।


ফুরাবে কবে এ দহন তব
ঘুচিবে আধার ঘোর
আধার ছেদিয়া হবে কবে
তোমার জীবনের ভোর?