কোথা গেছে মোর অঘ্রানের রাতে
হালকা শীতের পরশ ?
কোথা গেছে চলে ধানের ক্ষেতে
হালকা হাওয়া সরস?
চলে গেছে দুরে নরম আলোয়
ধু ধু বিলের কাছে ,
দেখে ছিলাম নরম আলোয় একটি
শালিক নাচে।
ফিঙে পাখি ডাকে বারে বারে কুয়াশার
পরশ লাগি,
ভোরের পাখিরা হিমেল হাওয়ায়
বন মাঝে ওঠে জাগি।
তৃষিত আখি দেখি বারে বারে
বাংলা মায়ের হাসি ,
ওগো আমার সোনার বাংলা
তোমায় ভালোবাসি।
তোমার মাঠের মাটিতে মাগো
কি পরশ দেয় দোলা,
তোমায় মাগো যাবে কি কখনো
জন্ম জন্মান্তরে ভোলা।
পরশে তোমার ধন্য  আমি
কি করে শুধিব ঋন,
তোমার স্মৃতি অন্তর মাঝে
অনন্ত অমলিন।
তুমি আছো মিশে অন্তরে মম
দেহের সকল শিরায় ,
অবাক হয়ে দেখি কপোতাক্ষীর তীরে
যখন নৌকা ভিড়ায় ।


অঘ্রানের রাতে গভীর ঘুমে
স্বপ্নে তোমায় দেখি
জীবনান্তের শেষ পলকেও যেন
পরাও তোমার রাখি।