আজি গগনের কোনে চাহি দেখ
তুমি-কোন সে আধার খেলা,
তোমারে ফেলি চলেছি একা
জীবন সায়াহ্ন বেলা।
কোথা আছ তুমি কোথা তব রাখি
পরায়ে ছিলে হাতে,
পারি না ভুলিতে সেই সুসময়
আপনার চেতনাতে।
যে পথে আজি চলে গেছে বসন্ত
তাহার অনন্ত পরশ ,
এখনো যখন একা থাকি বসে
করেছে আমায় সরস।
কেন এ জীবন নাহি যদি
পেলাম এতটুকু সুখ রাশি,
আর কত কাল এ জীবন হবে
কষ্টে মেশামেশি।


কেন এসময় ক্ষয়ে ক্ষয়ে চলে
একেলা আপন মনে?
কোথায় আমার সেই সে বসন্ত
চলে গেছে দুর বনে।
সন্ধ্যা  রাতের তারারা আকাশে
মিটি মিটি দেয় আলো,
কুহেলিকায় ঢাকা আধো জোসনা
আর না লাগে ভালো।
সুখের ঠিকানা আর না খুজি
না চাহি তার পরশ
চারি ধারে এক আধারের রজনী
আধারের দুঃসাহস।
মিটিবে কবে এ আধার আজি
দেখব আলোর মেলা,
পাব কি তারে হারায়েছি যারে
জীবনের অবেলা।