কেন আজি জাগে অনন্ত- পিয়াসা
মম হৃদয় তলে ,
কোথা হতে এসেছি আমি
কোথা যাব হায় চলে?
না পারি বুঝিতে জীবনের হেতু
কিবা তাহার মানে
বলিবে কে হায় এ বিষম জ্বালা
কেন এত স্বপ্ন বোনে?
কে মোরে বলিবে- কোথা হতে এলেম
কোথা মোর আপন বাড়ি?
কেন তবে হায় এ জগৎ মাঝার
দিতে হবে তারে ছাড়ি?
কেন এত প্রেম কেন এত- সুখ
কোথা হতে সে আসে?
কেন এত ক্রন্দন ভরে দুনয়ন
অন্তর আজিকে ভাসে?
অকুলে ভরি কুলের পিয়াসী
কেঁদে কেঁদে হয় সারা,
নিস্তব্ধ রাতে একা বসি কাঁদে
ক্ষুধিত বসুন্ধরা।
স্বপ্নেরা কাঁদে আনমনে বসি
রাতের আধার মেখে ,
অনন্ত আশা ব্যার্থ হয়
কালিমাখা এক দুখে।


তবুও এক বুক ভরা আশা
হৃদয়ে ধারন করি ,
কলরোল  ওঠে সিন্ধুর বুকে
আহা কি মরি মরি।
ফেনিল শুভ্র সাদা সাদা রঙে
অনন্ত পিয়াস জাগে,
বসন্ত বাতাসে অনন্ত পিয়াসা
রাঙে সকরুন রাগে।
যুগ হতে যুগান্তরের পথে
আলো আধারের খেলা,
এক দিন সব সাঙ্গ করি
শুন্যে পথ চলা।