পাইনা তারে আপন করে
সেই অসীমের পাখি ,
না পারিলেম তারে পরাতে হায়
আমার আপন রাখি।
পুষিলেম তারে সারাটি জনম
আমার আপন বক্ষে ,
না পারিলেম তারে ছুইতে হায়
দেখিলেম চর্ম চক্ষে।
ভালবাসিলেম তারে আপন করে
বুকের পিঞ্জরায়,
আমারে ফেলি বারে বারে তাই
অসীমে  সে পালায়।
অধরা সে পাখি আপন সুরে
গাহিত বারে বারে,
ডাকিতাম তারে আনমনে একা
দিবা রাত্র ভরে।


অবশেষে সে দিতে চাহে পাড়ি
ঐ অসীমের পথে ,
শুন্য খাচা রহিবে পড়ি
অপুর্ন মনোরথে।