আজি প্রভাতে রবির কিরনে
জাগিছে বসুন্ধরা,
জাগিয়া উঠিছে দ্যুলোক ভ্যুলোক
এমনো আত্মহারা।
মাধবীর বনে লেগেছে দোলা
দখিনা সমীরনে ,
দুলে ওঠে হিয়া দেখি পাপিয়া
ঐ দুর বন সনে।
স্বপন দেখি হাজারো আবার
এমন দিবস বেলা,
মুগ্ধ প্রানে লাগুক আবার
মুক্ত হাওয়া সারাবেলা।
আকুলি উঠিছে  বারে বারে
হায় এমনি সুখক্ষনে,
গান গাই তাই প্রভাতের বেলা
একেলা আপন মনে।
ঠিকরায়ে পড়েছে দুর গগনে
অরুন আলোক ধারা,
নব রথে ভরিয়া উঠিছে
এমন বসুন্ধরা।
নতুন প্রানে সাজায়ে বাসর
ভোরের পাখিরা গায়,
এস এস প্রিয় মোদের সাথে
এক সাথে গান গাই।