আজি শুন্য প্রান্তরে বসি
একাকী প্রদীপ জ্বালি
আসিবে এখুনি রাতের আধার
সুর্য পড়িছে ঢলি।
খেয়া পারাপার বন্ধ হলো
পাখিরা ফিরিছে কুলায়
সন্ধ্যার বাতাসে কে যেন তারে
মায়া আঁখি খানি বুলায়।
একাকিনী বসি বাতায়ন ধারে
কে বল গাহিছে গীতি
আধারের কালিমা জমবে আবার
নিভিবে আলোর বাতি।
ক্লিষ্ট দেহে এলায়ে পড়িব
অলস গেহ মাঝে
তমসাচ্ছন্ন রজনীর গহন পথে
বিদগ্ধ ব্যাথা সাজে।
আবার জমেছে আধারের রঙ
রজনীর আঁখি পাতে
প্রান্তর ভরে উদাসী গীতি
বেদনার ধারাপাতে।
নিখিল ধরনী মগ্ন যখন
নাই নাই যেন কিছু
তারি মাঝে হায় এলো এ বিদায়
আধারের ছায়া পিছু।
থেমেছে কলরব উন্মুক্ত প্রান্তর
নেই কোথা কারো ধ্বনি
পুষ্পদলে সবে মুদিব আঁখি
কাহারো গুঞ্জন শুনি।
কোকিলের স্বর থেমে গেছে এক্ষনে
লুকায়েছে বন ছায়
দুরন্ত বালকে খুজিছে দেখ
উচাটন কোন মায়।
সংসারে যত কাজ সাঙ্গ এমনি সাঝ
হৃদয় গহন পথে
এমনো রুপবতী  মায়া ক্ষন
অপুর্ন মনোরথে।