কে মোরে তুমি ডাকিছ একা
অনন্ত আপন সুরে,
আধার রজনী হয়েছে মলিন
চলেছি বহুদুরে।
দেখিনা স্বপন সে চোখে আজ
সাহারা মরুতৃষা,
বয়ে গেছে সময়ের হাত ধরে
অপুর্নতার অমানিশা।
রিক্ত সময় কাটে বসে একা
বাতায়নের এক কোনে,
হৃদয়ের সকল আকুতি আজ
একা একা জাল বোনে।
নিশুতি রাতে ঘুম হারা পাখি
ডাকে সকরুন সুরে,
পিছে ফিরি হায় খুজি তারে শুধু
মনের অচিনপুরে।
চলে গেছে দুরে একে একে জীবনের
সাতাশ বছর,
এ তমসায় কে নিবে হায়
শুন্য গেহর খবর।
কে মোরে তুমি ডাকিছ আবার
মনের আপন সুরে,
খুজে না পাই সেই সে সময়
সাতাশ বছর পরে।
স্নিগ্ধ রাতে মায়াবী জোসনা
ডাকে না মোরে একা,
বুঝি তবে হায় এ সবি শুধু
আধারের বলি রেখা।
অনিকেত প্রহরে বসে দেখি আর
নাহি কিছু সমুখে মোর,
ঘর হারা পাখি ডাকে একা রাতে
ঘুম হারা আখিলোর।
ক্লান্ত পথে চলে একা একা
আধারের সাথে মিশি ,
গগনের কোনে বসে কাদে একা
সাতাশ বছরের শশী।