আকাশ ডাকিছে বাতাস ডাকিছে কান পেতে  ঐ শোন
মিনার হতে হাকিছে শোন খাইরুম মিনান্নাউম।
এমনো ক্ষণে রয়েছ ঘুমায়ে জাগিল ক্রন্দসী,
আল্লাহর নাম করিছে দেখে শেষ রাতের ঐ শশী।
বলিছে বারে রহ কেন তুমি আলসে বিলায়ে দেহ,
ঘুম ঘূম চোখে ভাবিয়া দেখ কোথায় আসল গেহ?
এ নহে তোমার আবাস বন্ধু তুমি তো মুসাফির ,
একে একে  তুমি চলিছ হেটে মৃত্যুর দুয়ারে ধীর।
ঐ যে আকাশ ঐ যে মাটি ডাকে তারে নিরবধি ,
স্রোতের বেগে ডাকিছে দেখ বাধ ভাঙা ঐ নদী।
পুষ্পিত কাননে নব নব কুসুম ডাকে তারে বারে বারে ,
দুরাকাশের নীড় ছাড়া পাখি ডাকে আপন সুরে।
মুক্ত প্রানে গাহিছে গানে ভোরের ডাহুক  পাখি,
পরাও তোমার অন্তর মাঝে সেই সে সুরের রাখি।
আকাশের ঐ নীলের মাঝে তাহার করুনা রাশি,
তাকিয়ে দেখ পুবের আকাশে সুবহে সাদেকের হাসি।