যে বাঁশরী বাজায়ে তুমি
ডাকিছ মোরে বারে,
চলে গেছে যে দিবস আজিকে
আমার ক্লান্ত অবসরে।
নাই তার চিহ্ন আমার নয়নে
কোথা সে মোহন বাঁশি,
কোথা গেছে সেই বিমুগ্ধ প্লাবন
শরত রাতের শশী।
কোথা গেল সেই রঙিন  দিবস
কোথা তার মায়াজাল ,
যে খেয়াতে চড়ি ভাসি বারে বারে
অনন্ত মহাকাল ।
দিগন্তের কোলে  যখন এল
আবির রঙের রাখি,
উড়ে গেছে দুরে কোন সুদুরে
সুখ নামের সেই পাখি।


যে পরশ মাগি ডাকিতাম তোমায়
সারা দিবা সারা নিশি ,
কোথা গেল সেই অঝোর প্লাবন
যেতেম সেথায় ভাসি।
কোথা গেল সেই মধুর বসন্ত
কোথা তার মায়া কানন
রুধির ধারা বহিছে সেথায়
লেগেছে সেথায় ভাঙন।
আবারো বাজাও বাঁশের বাঁশরী
তাহারো সপ্ত সুরে,
টেনে  নাও আজিকে আমারে তুমি
দুর হতে বহুদুরে।