আধার যদি ভরে দুনয়নে
না যদি দেখি কোন আলো,
রুক্ষ পৃথিবী দেখায় শুধূ
তীব্র্ আধার কালো।
সরসে ভরে আষাঢ় শ্রাবনের
ভরা ভরা মেঘ রাতি,
ভরে দুনয়নে ধোয়াশার প্লাবন
মুছে যায় জীবন ভাতি।
সুখের বাসর ভরে ওঠে শুধু
কুজ্ঝটিকার ঘন ফেনা,
মুছে যায় যত দিবসের কালে
হয়েছিল লেনা দেনা।
আর কত দুর আর কত দুর
চিৎকার করি বারে ?
কত দুরে গেলে পাব সে সুখ
খুজি তারে বারে বারে ।
তখনি তুমি দুবাহু বাড়ায়ে
জড়ায়ে নাও কোলে ,
যখন আমি তীব্র যাতনায়
পড়েছি শুধু ঢলে।
তোমার সিংহাসন তলে শুধু
ঠাই দিও প্রিয় মোরে ,
খুলিও তোমার সপ্ত দুয়ার -যখন
বদ্ধ সকল দ্বারে।


নিশি ভরে যদি আসে আধিয়ার
শুকনো পাতার ধ্বনি,
ভেসে আসে বারে বারে শুধূ
এক সাগর অশনি।
দুঃসহ বেদনা -দেয় যাতনা
ভুলিতে নাহি পারি,
তুমিই কেবল শান্ত কর আমার
দু বাহু ধরি।