তোমায় গান শোনাব বলে নিশূতি –রাতে
জেগেছিলেম নক্ষত্রের সাথে।
জেগেছিলেম আবার
অমাবস্যার রাতে।
তোমায় গান শোনাব বলে ভোরের
দোয়েলের কাছে গান শিখেছিলাম ,
বসন্তের ভ্রমরের কাছ থেকেও ।
সেদিন দুর সিন্ধু পানে যে কলরোল
উঠেছিল সে বলেছিল-
তোমার খোপার ফুল হবে।
আমি তোমার খোপার ফুল হব বলে
জোসনার রাতে নিশিগন্ধা ফুল হয়েছিলেম।
তোমার গলার সুর হব বলে মোহন
বাঁশির কাছে সুর চেয়েছিলেম –
সে বলল এক হাজার এক নিশি পরে এস।
আমি বিনিদ্র এক হাজার এক নিশি
পার করেছিলেম তোমার গলায় সুর হব বলে।


তার পর হঠাৎ একদিন
নিশূতি রাতের নক্ষত্র এলো
চাঁদের জোসনা এলো
নিশি গন্ধা ফুল এলো
মোহন বাঁশরী এলো
কিন্তু তোমাকে হারিয়ে ফেলেছি এক ঝড়ের কাছে।