আজি ভুলে যাও প্রিয় যত ছিল
প্রেম আমারো হিয়া তলে,
ভুলে যাও সেই নিবিড় রাত
দুরেতে গেছে চলে।
ভুলে যাও সেই ক্লান্ত নিশীথে
ডেকে চলা এক পাখি,
পরাতো আপন মধুরো কন্ঠে
একেলা সুরের রাখি।
মুছে দাও সেই বসন্ত বাতাস
বয়েছিল দুর বনে,
ভেবনা সেই হারানো সময়
তোমার সুখের ক্ষণে।
সাজাই ও না বাসর আমারে স্মরি
মহুয়ার রঙিন ফুলে ,
বাসনার নদী ফুরায় নিরবধি
জীবন নদীর কুলে।
ওষ্ঠ কুলে যে হাসি ছিল
সেথায় ধুসর ভুমি,
যদি বা বাতাসে এখনো বাজে
তাহারো মর্মর ধ্বনি।
সুখের পাখিরা ঝাপটায় না ডানা
আমার বাতায়ন পাশে,
ফোটে নাক ফুল ব্যাকুলিয়া আর
নদীর ধারের কাশে।
যে ব্যাথা বাজে নিশিদিন ধরি  
হিয়াকোনে বারে বারে,
স্মরি সারাক্ষণ আপন ঘরে অন্তর
মাঝে তারে।
বেলীর সুরভী কামিনীর সুবাস
সকলি কেবলি মিছে ,
বেদন বসন্ত চির অনন্ত
ভুলের সাগর পাছে ।
ঐ দুরাকাশে রাতের তারার
আধার কেশেতে ভরি ,
রাতের পাখিরা ওঠে ডাকিয়া
আহা কি মরি মরি।
ভুলে যাও প্রিয় যত ছিল সুর
আমার কন্ঠ তলে ,
দিবসের রবি আজিকে ডুবিছে
পুবের অস্তাচলে।
ভুলে যাও সেই চিরচেনা গান
মুছে দাও যত সুর,
আজি তোমারে স্মরিয়া আনত দুনয়ন
অশ্রু ভারাতুর ।