সুজলা- সুফলা এই ধরা আজ
হয়েছে ফ্যাকাশে - বর্ণহীন,
একদিন ছিলো রঙে, বর্ণে ,গন্ধে
ভরিয়ে দিয়ে অন্তহীন।


সেইদিনের সেই সবুজ মাঝে
আসতো খেচর ঝাঁকে ঝাঁকে,
ভরিয়ে দিয়ে আকাশ বাতাস
করতো কূজন দিন আর রাত।


মৌমাছি সব ক'রে গুন গুন রব
আসতো যেতো এদিক ওদিক,
চম্পা, যুথি , মল্লিকা ফুল
অপেক্ষায় তারা থাকতো সব।


কিন্তু আজ সেইসব কোথায়?
সবই দেখি মরুভূমি প্রায়,
আকাশ বাতাস সবকিছু বিষ মেশা
কবে কাটবে তোমার আমার নগরায়ণের নেশা ?


তবুও প্রকৃতি দিচ্ছে দুহাত উজার করে
তোমার আমার বাঁচার রসদ,
আমরা কেবল মূর্খ মানব নির্বিচারে করছি যত বৃক্ষ ছেদন।


তুমি আমি যতদিন না বুঝছি হৃদয় দিয়ে
গাছ ছাড়া এই ধরাকে বাঁচাবো কি দিয়ে?
তাই এই প্রতিজ্ঞা করি ভাই
সকলে মিলে বেশি বেশি গাছ লাগাই।।