তোমার দুর্গা খড় মাটিতে,
আমার দুর্গা রক্ত মাংসের,
প্রতিদিন খাটে কঠোর ভাবে
দুটো অন্ন দেবে সন্তানের মুখে।


এই একটাই তার ধ্যান জ্ঞান
সকাল হতে সন্ধ্যা তাই,
নিমজ্জিত আপন ছায়ায়
আত্ম ভোলা সংসারের মায়ায়।


যারে দিয়েছে জঠোরে ঠাঁয়
দেবে কি যেতে তারে অন্ধকারে মিলায়?
দাঁতে দাঁত লাগে লাগুক তবু,
আলোকিত করবে তারে শিক্ষায়।


অসুর নাশে তোমার দুর্গা দশভুজা,
আমার দুর্গা বইছে দ্যাখো সংসারের বোঝা।
মৃদু হাঁসি অধর জোড়া, ভুবন ভোলা মায়ের কোলে হাঁসছে দেখো প্রাণের সোনা।


তোমার দুর্গা কৈলাশ বাসী
পায় পূজা সে শরতে আসি,
আমার দুর্গা দিবানিশি
আমার আকাশ মাঝে রবি শশী।।