হে নতুন!
অকপটে বর্ষিত হও এই অধমের মাথে
সব জরা জীর্ণ দূর করে দাও-
শান্তি আর সমৃদ্ধি এনে সাথে।


নতুন কলেবর বেরিয়ে আসুক
মিথ্যের খোলস ছেড়ে,
দৈব শিশু শান্তির বাণী
ছড়াক  হাতটি নেড়ে।


আশীর্বাদ আসুক সকলের 'পরে
ভুলে সব ভেদাভেদ,
এস সকলে এক হয়ে যাই
সরিয়ে সকল দম্ভ-জেদ।


মিথ্যা শক্তির আস্ফালনে
চারিদিক আজ হলো যুদ্ধময়,
'তোমরা' 'আমরা' এক হওয়ার আজ
এইতো পুণ্য সময়।


অস্ত্র ছেড়ে শান্তির বাণী
ছড়াই বিশ্বজুড়ে,
আকাশ বাতাস ধ্বনিত হবে
সাম্যের গানের সুরে।


এসো সবাই হাতটি বাড়াই
যুদ্ধের খেলা আর নয়, আর নয়
তুমি, আমি, আমরা-
একই সুরে শান্তির গান গাই।।