নাই বা পেলাম ভালোবাসা
ঘৃণা নিয়েই থাকবো বেঁচে,
এই পৃথিবী সবার জন্য
প্রকৃতি দেবে রসদ যেচে।।


মানুষ মানুষের তরে
সে কথা আজ গেছি ভুলে,
মিথ্যে সম্পদের নেশায়
সৌন্দর্য্য আজ পরিণত লালসায়।।


যেদিকে চাই ছুটছে সবাই
কিসের নেশায় কি জানি হায়,
যত পায় আরও বেশি চাই
না পেলে তাই কপালের দোহায়।।


যত সুখ ভাবি আছে অর্থে
তাই খুশি নয় নিজ সামর্থে,
পরশ্রী কাতর সব চেয়ে বেশি
তাইতো অসুস্থ দিবা নিশি।।


সেদিন তবে নেই দূরে আর
গলে যাবে যত লালসার পাহাড়,
সুন্দরের সৌন্দর্য হবে সার
কবিদের কবিতা লেখার।।


                            


পলাশ