ভালোবাসা আর কাছে আসেনা,
হ্যাঁ তবে এসেছিল একদিন, আলতো করে দোলা দিয়ে ,নাড়িয়ে দিয়ে গেছিল এই মন এই প্রাণ।
পালে হাওয়া দেওয়া নৌকার মতো
ছুটে চলেছিল এই জীবন দূর অতি দূর, সব ক্লান্তি, সব ক্লেশ ভুলে ছুটছিল সে সোনার হরিণ তরে।


কিন্তু হরিণ, সে তো আসল নয়
সে সোনার হরিণ ,সে অলীক!
একদিন যেমন সেই সোনার হরিণ সীতা হরণের কারণ হয়ে দাড়িয়েছিলো, ঠিক তেমনি আমার জীবনে সমস্ত সুখ হরণ করে নিয়ে সে চলে যায় নিঃস্ব করে দিয়ে
দৈনদশায় ভুগি আমি তোমাকে ভালো বেসে।


কখনো কখনো সহসা বাতাস এসে
মনে করিয়ে দেয় তোমার কথা ,
আর সাথে হৃদয় জুড়ে শুধুই ব্যথা।
যে ব্যথার না আছে কোন অন্ত না আছে কোন ঔষধ, অনন্ত কাল জুড়ে এই বিরহ বেদনার নরকে পড়ে
আস্তে আস্তে ফুরায়ে যায় জীবনের আলো।


এখন মেনেই নিয়েছি, প্রেম-টেম ওসব আমার জন্য নয়,
আমি তো এসেছি শুধু বিরহ বেদনায় পুড়ে ছাই হতে।
তুমি তো বেশ আছো স্বামী সংসার নিয়ে,
কখনো কি ভেবেছ আমি কেমন আছি?