তুই ব্যাটা মূর্খ
দেখাস জাতের গর্ব
সুযোগ পেলেই হাজির করিস,
বাপের কেনা বর্ম।


তুই ব্যাটা অশ্লীল
ভাবিস নিজেকে সহনশীল
বিরোধ হলেই হুমড়ি মেরে,
দিস তুলে এক মস্ত পাঁচিল।


তুই ব্যাটা প্রাচীন
মনটা তোর বড়ই দীন
ভুলভাল সব হিসেব তোর,
শাস্ত্র জ্ঞানে পর্দানশীন।


তুই ব্যাটা গোপন
সবই নাকি তোর আপন
লক্ষ্মীছাড়া হলেই কেন,
জপিস তবে অশোভন, অশোভন।


শোধরা রে তুই শুধরে যা
সময় থাকতে শুধরে যা।
নিয়ম মেনে বদলে যা।
আজ আছে তোর কাল যে নেই,
এবার থেকে ভুলে যা।