---------------ছড়া খেলা-------------------
*****************************
অঙ্কে ধরে মাথা,
বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, বিশ্রী সব কথা ।
ইংরেজি টা কঠিন ভারী,
ইতিহাসের পায়ে পড়ি,
ভূগোলের গোলক ধাঁধায় -
ওমা আমার না স...ব পথ হারায়।
বিজ্ঞানে হই অজ্ঞান,
সংস্কৃত..? ওরে বাবা ও যে কাড়ে  প্রাণ ।
বরং বাংলা অনেক ভালো,
মা-বাবা ভাই-বোন কি সুন্দর গোছালো,
মাগো.. ; তাই যে তোমায় বলি,
চলো না ;আজ না হয় ছড়ার দোলায় দুলি।


না.. ; পড়ো গে যাও,
যদি বড়ো হতে চাও, যাও পড়ো গে যাও।
ও মা-তোমার এই এক দোষ,
একটুও করো নাকো আপোষ।
ও মা আজ না হয় থাক না পড়া,
চলো খেলি খেলার ছলে ছড়া।



দাড়াও তবে ,
এই যে দেখেছ লাঠি,পিঠে ভাঙা হবে।
পড়ার বেলায় ফাঁকিফুকি,
আর খেলার নামে মারো উঁকি।
তোমার হবে হ্যাঁ ;আজকে তোমার হবে,
সন্ধ্যে বেলা বাবা আসবে যবে।


করোগে নালিশ,
দেখি কটা পাও বালিশ।
বাবা আমায় কোলে নিয়ে চুমু দেবে,
আদর করে বলবে "এই টুকু তো পড়তে হবে,
তার জন্য কিসের এতো হৈ চৈ?
তোমার মুখে তো ফোটে শুধু খৈ। "
হা হা হা ; তখন তো আবার কাঁদবে,
তার চেয়ে চলো আমার সাথে খেলবে।
তুমি যদি কাঁদো মাগো ;আমারও কান্না পাবে,
তার চেয়ে খেলি চলো, দারুণ মজা হবে।.
স্যার ও আজ পড়াবেন না, স্যার মামা বাড়ি,
তুমি কেনো শুধু শুধু মুখটি করো ভারী?


ওরে দুষ্টু আমার সোনা আমার,
শুধু জাদু ভরা কথা তোমার ,
কিন্তু ; পড়তেও যে হবে,
নইলে যে, লোকে বোকা বলবে ।
দেশ-বিদেশে পাড়ি দেবে, মানুষ হবে,
দেশের দশের মানি হবে,
নিজের কাজের আলো জ্বেলে -
কুসংস্কার দেবে ফেলে।
আর কাজের বেলা মালিক হবে,
বাকিরা চাকর নয় , বন্ধুর মতো পাশে রবে।
আমার স্বপ্নের সোনা মেয়ে হবে,
তাই যে তোমায় পড়তে হবে।

গলা জড়িয়ে বলছি মাগো,
তুমি যেন আর না রাগো,
আমি তেমনি কাজই করবো।
ও মা মাঝে মাঝে তুমি আমি ছড়ায় বাড়ি ভরবো।



ঠিক আছে গো ঠিক আছে,
হারছি সোনা তোমার কাছে।
খেলা হবে, ছড়াও হবে, স্বপ্ন সব সত্যি হবে,
ফুট ফুটে এক রাজপুত্র আমার সোনার সঙ্গী হবে।



না না, হবে না মা হবে না,
খেলনা ছাড়া যাবে না।
চলো না মা খেলি, তুমি আমি বাবা মিলে,
এই বেলা নয় ছেড়েই দিলে।


## পলাশ বিশ্বাস