--------------'কল্পনাচারিণী'-------------
******************************
ইমন এর আবেশ শেষ হতেই,  
গাঢ় অন্ধকার দ্বি-প্রহরের মায়ায় বিহাগ আঁকড়ে,
তোমার বিরহ ইতিহাস আমার দীর্ঘ নিঃশ্বাসে যেন,
আদর অবসান ।
আর ; ভৈরবীর শান্ত তায় নব স্নাত সূর্য টিপ যেন,
তোমার কপাল জুড়ে মুগ্ধতার চুম্বনে ভরা,
আমার কল্পনা কলতান।
দিগন্তের শেষেও অশেষ এ চাওয়া,
সন্ধ্যা রাগে তোমার হাসি মুখে , লাল পাড়ে ,
প্রদীপের প্রজ্জ্বলিত শিখায় নিঃস্ব !
নিঃসঙ্গ চারিত্রিক মোহ যেন,
এই ঘর, ঘরের প্রতিটি আসবাব জুড়ে,
কল্পনাচারিণীর আনাগোনা আনমনে।
ব্যালকনির চৌকাঠে মন কেমন করাকে নুইয়ে দিয়ে,
উদাস মন তোমার যাবার পথে চেয়ে থাকে !
তারপর.....
দীঘির দক্ষিণ আঁধারে তুমি মায়াময় হলে,
সিগারেটের ধোঁয়াও বিরক্তিকর বেয়াদপ,
দখিনা বাতাসের সুবাসও অব্যক্ত যন্ত্রনা সম।
একি কাম, নাকি অন্তরের সুপ্ত কল্পনা মিশ্রিত প্রেম?


##পলাশ বিশ্বাস