অপ্রত্যাশিত আবেগ অতলান্তিক গাম্ভীর্যের -
সুপ্ত চেতনা মিশ্রিত প্রেমে ভরাডুবি যায়।
বসন্তের পাখি উড়ে চলে -
মনের গালিচা বিছান পালঙ্কের এ কোণ সেকোণ  ।
নিঃশ্বাস বিশ্বাসের সঙ্গে মিশে -
এক অতি রঞ্জিত আদিম পুরুষে লীন হয় ।
নগ্ন বাতাস ছুটে আসে বলিষ্ঠের মত,
শরীরে কাঙ্ক্ষিত ভয়ে খুশির পারদ চড়ে ।


অপ্রত্যাশিত যন্ত্রণার অভিমান ভরা বুক -
প্রতি রাতে স্বপ্নের নিধন যজ্ঞের শরিক।
বানভাসী নদীর অদৃশ্য কুল কিনারা -
মাঝির নৌকার প্রতীক্ষায় রত।
রীতি-নীতি মেনে কবির বসনহীন কাব্যে -
রতির কলমে মন্থনের ঝড় ওঠে।
বিরহের বেলা মধ্য গগনে স্থির,
দিনাবসান আশায়  স্বপ্ন আর চেতনা ।


## পলাশ বিশ্বাস