একলা অভিমানে কেটে গেছে কতো রাত
পরাজিত প্রেমিকের মতোই
ঘোলা চোখে তাকিয়েছি ঘৃণা ভরে
করেছি ক্ষরণ, স্বেচ্ছাচারী, এ হৃদয়ের আত্মহনন
জমতে জমতে জমাট বেঁধেছে নানা   অভিমান
কতোটা অভিমানী হলে রাতের আঁধারে কাঁদা যায়
যতোটা অভিমানী হলে তোমার মুখোমুখি দঁড়িয়ে হাসা যায়
ভাবাযায় নিজেকে সুবোধ কিংবা সুবোধ সম অন্য কেউ।
রাতের আঁধারে যে ঠাঁই পেয়েছে তোমার মনের দেয়ালে
দুঃস্বপ্নের মতোই ছুঁয়ে গেছে প্রভাতের প্রথম আলো
দিনের পর দিন
দিনে দিনে দূরত্ব বেড়েছে দূরের থেকেও
পথ নেই প্রত্যাবর্তনের
সোনার খাঁচায় বন্দী শান্ত শাবকের মতোই
ক্লান্ত চোখে বুজে গেছে লুকানো স্বপ্ন
প্রতিবাদের প্রয়োজন ফুরিয়েছে
জীবন ই যখন জীবন বিরাগী।


তবে এই ভালো
একলা অভিমানে যায় কেটে যাক রাত
পরাজিত প্রেমিক
জীবনর আড়ালে সত্য লুকিয়ে থাক।।