উদাত্ত অভিমানী
আর কতোটা পথ হাঁটলে পথিক হবো বল?
তোর খোলা চুলের দখিনের মনপথ ধরে
হেটে চলেছি বহুদিন।।
মনমহুয়ার ঝরেগেছে কত মুকুল
ভরে গেছে নীল বেদনায়, জমে গেছে কত ভুল।
মনের গহীনে জমে আছে কত কথা
শুনবিনা অভিমানী ?
জুড়াবিনা ব্যথা।।


অভিমানী জানিস
আজ গল্পের তরে গল্প করি
একলা বিকেলে হেঁটেচলি
হিসেব কষে কথা বলি
নিকোটিনের ধোঁয়ায় দেই উড়িয়ে দুঃখবিলাস যত
অভিমানী
আমিতো আজও হতে পারিনি তোর মতো ।।