কিছু মানুষের সাথে কখনও কথা হয়না
অথচ অনুভবে থাকেন
শ্রদ্ধায় ভালোবাসায় নিরবে
খুব সাধারণ চলাফেরায় কিছু কথায়
কিছু দেখায় অদেখায় জমে যায় অনেক ঋণ
আমরা যারা একসাথে থাকি
তাদের মধ্যেও যে মিল তার থেকেও  
অনেক অনেক আপন হয়ে যায় কেউ কেউ
দূরে থেকেও অনেক কাছের হয়ে যান যারা
দূরে থাকলেই হয়ত ভালো থাকেন তারা
একবারে চলে গেলেও চলে যায় না
জন্মের পর জন্ম আসে
মৃত্যুর পর মৃত্যু
নতুন পুরানে মিলায়ে হয়ত কোন বাঁকে
নয়ত শুন্যে মহাশুন্যে দেখা হয়ে যায় তাদেরও
হয়ত আর দেখা হয় না