বলতো কেমন ছেলে তোমার পছন্দ
শ্যামলা, তোমার থেকে একটু লম্বা
রবীন্দ্র সঙ্গীত পছন্দ করে
তেমন একটা ছেলে আমার বন্ধু
তুমি চেনো
ঐ যে শিল্পকলার বারান্দায় শো শেষ করে তুমি পরিচলকের সাথে কথা বলছিলে
কালো টিশার্ট আর কাঁধে ব্যাগ ঝুলানো
শিশির
শিশির আমার কলেজের বন্ধু
কলেজের ক্যন্টিনে ওর সাথে আমার পরিচয়
এমন দম দিয়ে সিগারেট খাচ্ছিল
দেখেই কেমন একটা তারুন্য খুঁজে পেলাম
হাত বাড়াতেই
আমি শিশির, ফাস্ট ইয়ার
ওর বাবা কোর্টে চাকরি করতেন
থানা পুলিশ কোর্ট কাচারি
এসব ওর কাছ থেকেই প্রথম শুনতাম
কি এক অদ্ভুত কারনে ওর বাবা মনছের মিঞা
আত্মহত্যা করেন
সকালবেলা বাড়ির পেছনের বেলগাছে
মনছের মিঞার ঝুলন্ত লাশ
মানুষের জীবন কত আকষ্মিক
এই যে আমরা এখান থেকে আর নাও তো ফিরতে পারি
তুমি চাইছো  আমি চাইছি
মিল অমিল টানা পোরেন
শিশির এখন পার্টটাইম একটা জব করছে
বিসিএসএর জন্য চেষ্টা করছে
ব্রিলিয়ান্ট
জীবন নিয়ে অনেক সিরিয়াস
আচ্ছা বলতো শিল্প কি সিরিয়াস কিছু ?
এই যে আমি থিয়েটার করছি
ছবি আঁকছি, ইচ্ছে হলেই গলা ছেড়ে
পাগলা হাওয়ার বাদল দিনে...
আমার না মাঝে মাঝে একটা কম্পেজিশন মাথায় আসে
একটা সবুজ পাতা একটা পিঁপড়া আর বৃষ্টি ভেজা মাটি
কাজ করতে গেলেই কম্পেজিশনটা হারিয়ে যায়
তাই আঁকছিনা
কখন থেকে আবোলতাবোল বকছি
সিরিয়াস কিছু বলা দরাকার ছিলো
তুমি চুপ করে থাকো বলেই সুযোগটা নেই
আবার আসবো আবার বলবো
এই আবোলতাবোলইতো আমি
আর তুমি চুপচাপ
নিথর শুয়ে থাকো আমার সামনে