কেমন অা‌ছো কল‌মিলতা
কোথায় তোমার বেগু‌নী ফুল
‌তোমার পাতায়, লতায় জড়ানো
ছড়া‌নো বিস্তৃত ‌দি‌ঘীর জ‌লে
অামার অ‌নেক স্মৃ‌তি, অ‌নেক মায়া


কল‌মিলতা, ‌সে কি এসে‌ছিল তারপ‌র
কিছু কি ভে‌বে‌ছিল, ব‌লেনি অামার কথা !
কিছু কি চে‌য়ে‌ছিল, ব‌সে‌ছিল দ‌ক্ষি‌নের মাচাটায় ?


অা‌মি অার কোথাও যাবনা, কল‌মিলতা
‌তোমার লতায় পাতায় জ‌ড়ি‌য়ে থাক‌বো
শুধু একবার, কোন এক পূ‌র্নিমা রা‌তে ‌
তোমা‌কে জ‌ড়ি‌য়ে শেষ বা‌রের ম‌তো অঝো‌রে কাঁদবো
তোমার ফুল পাতার অাড়া‌লে ।


তোমার ফু‌লে কি মালা হয় কল‌মিলতা ?