আরোও কতদিন গেলে
আবার চায়ের স্টলে কথা হবে সৌমেন
বলতে পারো
দুটো স্ক্রিপ্ট লেখা জরুরী
দুটো গল্প গিলে খাচ্ছে
মুহুর্তে যদি সব ঠিক হয়ে যেতো
বেঁচে যেতাম
এখন যে অবস্থা বুঝলে
মৃত্যুর মতই, একা
চলে গেলে বদলে যায় না কিছুই
থেকে গেলে তো বদলাই
এই বদলে যাওায়াটাই একটা
আরেকটা মনে করো মানুষ
মানুষের জন্য পৃথিবী নাকি পৃথিবীর জন্য মানুষ
এমন কিছু ব্যাপার নিয়ে ঝামেলায় আছি
খুব আড্ডার দরকার ছিলো
মাঝে মাঝে আমি নিজে থেকেই
শ্বাস নেয়া বন্ধ রাখি আবার ছেড়ে দেই
যখন বন্ধ রাখি তখনও যেমন
আবার যখন ছেড়ে দেই তখনও তেমন
কোথাও কোনও পরিবর্তন দেখি না
কিন্তু এইযে আড্ডাটা দেয়ার জন্য
দম বন্ধ হয়ে আসছে
সেটা আর ছাড়তে পারিছি না
অক্সিজেন কিভাবে কার্বনডাইঅক্সাইড হয়ে যায়
বিজ্ঞান ভালো বলতে পারবে
কিন্ত এই যে তোমার সাথে চা খেতে খেতে
যে অক্সিজেন গুলো বের হয় সেগুলো থেকে কি হয়
বিজ্ঞান বলতে পারবে কখনো?
শোন সৌমেন এভাবে আর বেশীদিন থাকলে
ইটের নীচে চাপা থাকা ঘাস গুলোর মতো হয়ে যাবো
ফ্যাকশে, হাল্কা হতে হতে
রোদ পড়লেও আর সবুজ হবো না
তারপর ঘাস দেখবানা শুধু মাটি
এই সব ফোনটোনে কিছুই বুঝবানা
কবে আসবা বলো
দুটো স্ক্রিপ্ট লেখা জরুরী
দুটো গল্প নিয়ে ঝামেলায় আছি