ভেতর বাহির নড়েচড়ে
আরেকটা সকালের আগমন
আহত রাত্রির গোপনীয়তা রক্ষা করে
জেগে ওঠে রোদ্দুর
কোনঠাসা খাাঁচার পাখি
গা ঝাড়া দিয়ে যে পালক খসালো
সেখানেও যে পায়ের ছাপ
এখানেও সেইই


সুন্দর পরিপাটি পারফিউম
আর মেকআপে রাঙানো মুখ
বেঞ্চে হেলানো শরীরে
সোনলী রোদ আভা ছড়ালেও
চোখ দুটো থাকে ছল ছল


পুরনো স্টেশনগুলো
যে ভাবে শতাব্দির দাগ ধরে রাখে
লাল ইটের ফাঁকে তার সৌন্দর্য
শিল্পকলার বিষয় বস্তু হলেও
যেমন অন্তরীক্ষে জমে থাকে মেঘ


ট্রেন আসে ট্রেন চলে যায়
জানালায় মুখ রেখে ভাবি
আমি তাকে চিনিনা
রাত যেমন চেনেনা রোদ্দুর
অথচ সে আমার জন্য অপেক্ষায় থাকে