আমার কোন বন্ধু নেই
সবাই পরিচিত
ভেতরে ভেতরে তাই একটা শুন্যতা অনুভব করি
একা থাকতেই এখন ভালো লাগে
শুধুমাত্র সামাজিকতা ছাড়া কোন সম্পর্ক নেই
এই যে মনে করো আমি আমার পরিবার, আমার ঘর
এসবে যে মায়া লেগে আছে, সেটা ছিল
নতুন করে আসলে আর কিছু নেই
থাকছি, হাসছি, চলছি, বলছি
যা কিছু হচ্ছে তার সবটুকুই সামাজিকতা
এই একটা বিষয় যা আমার ভেতরে নেই
আমার আচরন, মেলামেশা এসবে  কোন আন্তরিকতা নেই
আসলে আমার এসব ভালো লাগে না
কি যেন চাই, কি যেন চাই, কি যেন নেই
সময় পাও আর না পাও দেখ আর না দেখ
বোঝ আর না বোঝ
এই তোমাকেই কেন জানি সব বলতে ইচ্ছে করে
এখানে জাত, বয়স কোন বাধা না
সম্পর্কটা কেমন তাইনা
তোমার আর আমার মধ্যে যে রেখা তার কোন বিন্দু নেই
অথচ কি অবলিলায় সব বলে ফেলি
সংসার, স্ট্যটাস ব্যংক ব্যালেন্স
এসব কোন কিছুই আমাকে আনন্দ দেয় না
খুব গভিরে যখন আমি শুধুই আমি
তখন শুধু  ছবি আঁকতে ইচ্ছে করে
কবিতা পড়তে ইচ্ছে করে
একটা রবীন্দ্রনাথ একটা শরৎ একটা হুমায়ন
এসবই তো যথেষ্ট ছিল
ভালো লাগছেনা বলেই বলছি
আমার কোন বন্ধু নেই
সবাই আমার পরিচিত
মায়া লাগানো এই ঘরে
আমার একটা পেইন্টিং নেই
আর ঐ রোদ্র জানালায়
আমার কোন অস্তিত্বও নেই