হাঁটতে হাঁটতে পথ ভুলে গেছি
অলিগলি পেরিয়ে চার রাস্তার মোড়
আঁধার আসছে ধেয়ে
আাঁধার আর পথ মুখোমুখি
একটা সত্য আছে অপেক্ষায়
সেখানে পৌঁছাতে হবে
একটা নতুন ভোরের সাথে দেখা করতে হবে
অন্যদিকে জীর্ণ দালানে ঢেকেছে আকাশ
যেনো পুরনো ঢাকার জনাকীর্ণ কোন লেন
শ্যাওলা জমা দেয়াল আর খোলা ড্রেনের দুর্গন্ধ
দূষিত শব্দে নির্বোধ আমি ভাবছি
এই যে রেস্টুরেন্ট অফিস উপাসনালয়
তারাতো ভালোই আছে
কাজ যাই করুক খাচ্ছে আর উদযাপন করছে
আর আমি চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে
সামনে আঁধার আসছে ধেয়ে
আাঁধার আর পথ মুখোমুখি