৹ আগডুম বাগডুম ৹ Rhyme: - Free Verse
কেউ পেয়ে খুশ কেউ দিয়ে খুশ
কেউ পেয়েও জানতে চায়
কোথা থেকে আনলে এমন মহার্ঘ উপহার?
শুধু শুধু অপচয়।
কিংকর্তব্যবিমূঢ়।
কেউ দিতে চায় না, কেউ নিতে চায় না।
হাঁড়ি-পাতিল,সোনা-দানা,গয়না।
দুটো মনের কথা
কেউ বলতে চায় না, কেউ শুনতে চায় না।
কিংকর্তব্যবিমূঢ়।
হতাশার হাড়ি-কাঠে রোজ বলি চড়ে
অসংখ্য প্রত্যাশা।
বাজারেই ঝুলতে থাকে সদ্য কাটা কচি পাঁঠা
দুপুরে রান্না হয় শুঁটকি মাছের ঝুল।
কিংকর্তব্যবিমূঢ়।
© পলাশ কুমার রায়, ২০২৫
.