৹ ভালই আছে ৹ Rhyme: - Free Verse
তোমার অন্য কিছু মনে হলে
নিশ্চিত জেনো
সে ভালই আছে।
রোজ সকালে সূর্য উঠার মত
রোজ বিকেলে ফুল ফোটার মত
রোজ রাতে জ্যোৎস্না ছেয়ে যাওয়ার মত
ভাল আছে।
যতবার তোমার অন্য কিছু মনে হবে
ততবার সে কোন না কোন ভাল কিছুর মত
ভাল থাকবে।
সে আইসক্রীমের মত ভাল থাকবে
এক্সপ্রেসো কফির মত ভাল থাকবে
চাই গয়নাগাটির মতও ভাল থাকবে।
ঐ ভাল থাকাটাই তার জিয়নকাঠি।
অন্যকিছু সত্যি হলেই তার বিষম বিপদ।
© পলাশ কুমার রায়, ২০২৫
.