৹ চাঁদের টুকরা ৹
Rhyme: ABBA CDDC EFGEFG
সময় বীত যায়, বীত যায়, সময় বীত যায়।
কেউ গাইছে, ক্লাসিকেল, অন্য বাড়ির ছবি।
খুব সুন্দর গায়, মনে মনে ভাবি।
“রৈনা বীত যায়, শ্যাম না আয়…”
চিরন্তন সেই সুর, সেই গান, মনে পড়ে যায়।
খুব ভাল গাইছে গানটা, চমৎকার গলা।
না কি প্রোফেশনাল সিঙ্গার? ধূর কাঁচ-কলা।
এমন একটা গান শুনলে দিন ভালো যায়।
এক সময় গান থেমে যায়, মোবাইলটা বাজছে।
কাজের দুনিয়ার ডাক, নো সঙ ওনলি ওয়ার্ক।
লাইফটা হেল করে দিল, বজ্জাত বসটা।
কলিং বেলটা বাজল, কেউ কি ডাকছে?
হৃদয়বীনা বেজে উঠল, ঝনঝনাঝন-ধ্বক।
তবে কি চাঁদের টুকরা? কেঁপে উঠল বুকটা।
© পলাশ কুমার রায়, ২০২৪
কৃতজ্ঞতা স্বীকার:- হিন্দী গান:- "রৈনা বীত যায়, শ্যাম না আয়ে, নিন্দিয়া না আয়ে.."
হিন্দী ছায়াছবি "অমর প্রেম" কণ্ঠ:- লতা মঙ্গেশকর
গীতিকার:- আনন্দ বক্সী সুরকার:- রাহুল দেববর্মন।
.