৹ ডিম ৹ Rhyme: - aBcB and aAbB
রুক্ষ বিরস মানব যন্ত্র
যন্ত্রে রেখেছে আঁখি
বিদ্বেষ বুকে উড়ে দিকে-দিকে
ব্যস্ত আগুন পাখি।
কত না পক্ষ,অক্ষ, লক্ষ্য
সফল,অসফল।
হৃষ্টপুষ্ট মানব চিত্ত
খায় মৃতদেহ ফল।
দিন যদি আজ তোমার আমার
কাল অন্য কারো।
বলবে কে কারে খুব খেলা হল
এবার তো গোসা ছাড়ো।
খুব বেশী আশা, হলে হতে পারে
একটুখানি জল।
মৃত্যুর আগে জুটে গেল ভাগে
একটু স্নেহ আঁচল।
তপ্ত বারুদ,অযুত-নিযুত লক্ষ অজুহাত
ক্লান্ত পৃথিবী রণাঙ্গনে মুখ থুবড়ে কাত।
অতঃ কিম, অতঃ কিম, অতঃ কিম?
শান্তির আশা প্রসব করে বৃহৎ অশ্ব ডিম।
© পলাশ কুমার রায়, ২০২৫
.