৹ দৃষ্টিভঙ্গি ৹ Rhyme: Free Verse

সন্দেহ কি বন্ধ হয়েছে উড়া উড়ি
শান্তির কপোতও যেন এদিক ওদিক উড়ি উড়ি করছে।
থেমে গেছে ঢিল আর পাটকেল।

নরক নেমে আসবে এমন কথার গমক
কি সুন্দর পাল্টে দেয় সম্ভাব্য বিনাশের সকল সম্ভাবনা।
দম আছে বটে মহোদয়ের কথায়
অন্তত হাজার মিশাইলের থেকে বেশী ক্ষমতা তো আছে ই বটে।

দখল নেব, সরিয়ে দেব কথা গুলি কানে টংকার হয়ে বাজে।
ক্ষমতা থাকলে শুধু এইসবই করতে হবে এমন হলে-
ক্ষমতা কবে কার জন্য চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছে
ভাবতে হয় বৈকি।

সুদূর অতীতের রোমান সাম্রাজ্য থেকে মোঙ্গল সাম্রাজ্য
গ্রীক বীর আলেকজেণ্ডার দ্য গ্রেট এর অপ্রতিহত বিজয়াভিযান
এবং হালের বৃটিশ সাম্রাজ্য ও বাকি অন্য সব অস্তমিত সূর্য
আজ শুধুই ইতিহাসের স্থায়ী আমানত।

যুগে যুগে শেষ কথা যুদ্ধ নয় শান্তি চাই
মাঝে পড়ে থাকে রক্তস্নাত কলিঙ্গের ময়দান
বিধ্বস্ত হিরোশিমা, নাগাসাকি, ভিয়েনাম, টুইন-টাওয়ার
আফগানিস্থান, সিরিয়া, প্যালেষ্টাইন, লেবানন, ইউক্রেন
আরো কত শত হাজার হাজার জানা-অজানা কুরুক্ষেত্র।

আমি মহোদয়ের বাণী হৃদয়ঙ্গম করার চেষ্টা করছি
যুদ্ধ থামানোর পদ্ধতিগত খুঁটিনাটি দূরে সরিয়ে
মহোদয়ের আন্তরিক প্রচেষ্টাকে নজরবন্দী করছি।

একশ বছর ধরে অসম একটি লড়াই করে
একটি মৃত্যুকূপে বসবাস করা বেঁচে থাকা নয়-
জীবন তো কদাপি নয়।
যেখানে হিংসা-প্রতিহিংসার আগুণ কখনো নিভে না
সেটা স্বর্গদ্বার হলেও কদাপি স্বর্গ নয়।

আজ উনি যখন বলছেন
"প্রচণ্ড শক্তিশালী আধুনিক সমরাস্ত্রের আঘাতে আঘাতে
লক্ষ লক্ষ মানুষ মরবে কেন? সৈন্য মরবে কেন?
প্রত্যেক টি সৈনিকেরও মা-বাবা,ভাই-বোন আছে" এই কথা
কম মানবিক সংলাপ হয় কি করে?

"আমি থাকলে যুদ্ধ হত না" শুধু কথার কথা নয় বুঝি
যখন যুদ্ধবাজ এক রাষ্ট্রনায়ক
যুদ্ধ থেমে যাবে ভেবেই বিমর্ষ হয়।
শুধু পরের অর্থ হরিলুটের জন্যই যুদ্ধ চাই কি না
মরছে যারা তাঁরাই বলুক, মন্দ কি?

ব্যবসা থাকুক, বিদ্বেষ ও ফুৎকারে উড়ে যাবে না
তবু বন্ধ হোক ২৪x৭ এর মানব মৃত্যু মিছিল।
এমন ভাবনার অবতারণা ও প্রস্তাবে
আমি রাজি শত ভাগ। হাজার বার।
আমি আমেরিকান হলে আগামীতে
আমার ভোটও আপনিই পেতেন মহোদয়।

© পলাশ কুমার রায়, ২০২৫

.