৹ একটি সাধারণ প্রত্যাবর্তন ৹ Rhyeme:- Free Verse

কপালের কোন এক জায়গায় লিখা ছিল
তোমাকে আবার ফিরে আসতে হবে।
আমি জানতাম এবং লেখাটি আমি পড়ে ও ছিলাম
তবে ফিরে আসা টা মোটেই আমার পছন্দ ছিল না।
জীবন ফুরিয়ে আসতে থাকে এবং দৃশ্যতঃ
কবিতার মলম না লাগিয়ে ও
পুরানো ঘা ভরে গিয়েছিল।
কিন্তু দেখ,আমি আজ আবার ঠিক এখানে!
ভবিতব্যের মতলব বিফল হয়না।
কেউ একজন নতুন করে ঘা দিতে যেন তৈরীই থাকে।
ললাট-লিখন এমনি করে সত্য প্রমাণিত হয়।

© পলাশ কুমার রায়, ২০২৫

.